সেপ্টেম্বর ১৬, ২০২০
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের সাথে আরও ৫ টি ক্লাবের একাত্বতা
নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচন। দিন গড়ানোর সাথে সাথে পাল্লা ভারী হচ্ছে জেলা ক্লাব ঐক্য পরিষদের। গতকাল জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে নতুন করে যোগ হলো আরও ৫টি ক্লাব। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ কালে শহরের স্বনামধন্য এ ক্লাবগুলোর সম্মানিত কর্মকর্তারা জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে একাত্বতা ঘোষণা করেন। জয়ের লক্ষ্য নিয়ে একাত্বতা ঘোষণা করা ক্লাবগুলো হলো বলাকা ক্রীড়া চক্র, এরিয়ান্স ক্লাব, মুন্সীপাড়া যুব সংঘ, বাকাল প্রভাতি সংঘ, কুকরালী আদর্শ যুব সংঘ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে বুধবার এসব ক্লাবগুলোর সম্মানিত কর্মকর্তাদের সাথে গণসংযোগ করেন। গণসংযোগকালে ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। এসময় প্রার্থীরা ভোটার, কর্মী সমর্থক শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন। এখন আর বলতে কারোর দ্বিধা নেই নির্বাচনকে কেন্দ্র করে জেলার ক্লাবগুলোতে জোরে-সরে বইছে নির্বাচনি হাওয়া। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। প্যানেলের একদিকে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে জেলা ক্লাব ঐক্য পরিষদ। নির্বাচনকে নিয়ে জেলার ক্রীড়াঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২২ তারিখের ভোটে জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের সকল প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। গণসংযোগকালে ভোটাররা জানান, জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে আছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী। যারা তরুণ তারা খেলা ও খেলা সংশ্লিষ্ঠ উন্নয়ের কথাই ভাবেন। সব মিলে সর্বজন গ্রহনযোগ্য জলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেল। জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন সহ-সভাপতি। তারা হলেন, মো: মিজানুর রহমান চৌধুরী, ফিরোজ আহমেদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আশরাফ আলী। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে কাজী কামরুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে মো. সাইদুর রহমান শাহীন ও মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ পদে আল-আমিন কবির চৌধুরী ডেভিড। আর ১৮ জন নির্বাহী সদস্য পদে মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস আলী বাবু, মো. হাবিবুর রহমান, মো. রুহুল আমীন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সৈয়দ জয়নাল আবেদীন জসি, মো. লুৎফর রহমান সৈকত, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. রাশিদুজ্জামান সুমন, কাজী আক্তার হোসেন, শেখ হাবিবুর রহিম রিন্টু, শেখ তানজিম কালাম তমাল, শেখ মনিরুজ্জামান ও শেখ হেদায়েতুল ইসলাম। 8,022,458 total views, 18 views today |
|
|
|