সেপ্টেম্বর ২৪, ২০২০
জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদের সহধর্মিণী আর নেই
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সহধর্মিণী নুরজাহান আহমেদ আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মুনসুর আহমেদের সহধর্মিণী নুরজাহান আহমেদ গত ১৪ সেপ্টেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকার নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পারুলিয়াস্থ নিজস্ব বাস ভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের পরিবার সূত্র। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 8,958,029 total views, 13,779 views today |
|
|
|