সেপ্টেম্বর ৩০, ২০২০
জেলায় এবার ৫৬৮টি মÐপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাকিবুল ইসলাম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জেলাব্যাপী চলছে দুর্গাপূজার প্রস্তুতি। করোনা ভাইরাসের কারণে এবার দুর্গোৎসবের চির-পরিচিত আমেজ না থাকলেও মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি কাজ, সরগম হচ্ছে মার্কেট ও শপিং-মল। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার আমেজ ঘিরে শহরের মার্কেট গুলোতে কেনাকাটার উপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ক্রেতারাও পূজার কেনাকাটা করতে ভিড় করছে বিভিন্ন গার্মেন্টস, কসমেটিকস ও জুতার দোকানে। তবে এবছর স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজা পালনের কড়া নির্দেশনা আছে। বারইপাড়া মন্দিরের পুরোহিত যতীন্দ্র মোহন জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা আর কয়েকদিন বাকি। প্রতিবছর অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গার আগমন ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মানুসারে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগের মধ্যে ত্রেতা যুগের অবতার রাজা রামচন্দ্রের আমল থেকে এই দুর্গাপূজা পালন হয়ে আসছে। অশুভ শক্তি অসুরের অত্যাচারে মানবকুল এমনকি দেবতাকুলও অতিষ্ঠ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ঈশ্বর তার সকল শক্তি একীভূত করে নারী মূর্তি ধারণ করে দেবী দুর্গাকে ধরণিতে পাঠায়। দেবী দুর্গা অশুভ অশুরকে পরাজিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। সরেজমিনে দেখা গেছে, জেলার মÐপে মÐপে চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। পূজা মÐপগুলোতে চলছে সৌন্দর্য-মন্ডিত প্রতিমা তৈরির প্রতিযোগিতা। ইতোমধ্যে কিছু কিছু পূজা মÐপে প্রতিমার অবকাঠামোগত মাটির কাজ শেষ পর্যায়ে। তবে এ প্রতিমাগুলোতে রংয়ের কাজ করা হবে পূজার কয়েকদিন আগেই। আবার কোথাও কোথাও চলছে প্যান্ডেল তৈরি আর সাজসজ্জার কাজ। জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, জেলায় ৫শ’ ৬৮টি মÐপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল জানান, ‘এবারের পূজায় স্বাস্থ্যবিধির ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য পূজার ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন হতে পারে। জেলায় প্রায় ৫শ’ ৬৮ টি মÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আমাদের কাছে তথ্য এসেছে’। তিনি আরো জানান, ‘করোনা ভাইরাসের কারণে জেলা প্রশাসন ও পূজা কমিটির সিন্ধান্ত মোতাবেক পূজা মÐপে প্রবেশে ২৬ টি শর্ত দেয়া হয়েছে।সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি থাকবে আনসার ও গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবী সদস্য’। 7,963,496 total views, 6,721 views today |
|
|
|