সেপ্টেম্বর ২৯, ২০২০
জনপ্রিয় হয়ে উঠছে পারুলিয়ার সবজি ও পুষ্টি বাগান
কাদের মহিউদ্দীন : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেবহাটা উপজেলা কর্তৃক বাস্তবায়িত পারিবারিক সবজি ও পুষ্টি বাগান পারুলিয়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষ্যে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে ৩২জন হত দরিদ্র কৃষকদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। পারুলিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ ও মো. আলাউর রহমান সিদ্দিকীর তত্ত¡াবধানে এবং নিয়মিত পরিদর্শন ও পরিচর্যার মাধ্যমে এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন সুবিধাভোগী কৃষকেরা। এর মাধ্যমে আরো ২০টি পুষ্টিবাগান স্থাপিত হয়েছে। যা এলাকার মানুষের নজর কেড়েছে। ফলে এলাকার মানুষের মুখে সবজি গ্রাম হিসেবে ব্যাপক ভাবে সমাদৃত হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুষ্টি বাগান সরেজমিন পরিদর্শন করেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। পরিদর্শন কালে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত এক ইঞ্চি জমিও যেন পতিতো না থাকে। সে লক্ষ্যে বাস্তবায়িত পুষ্টিবাগান দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পারুলিয়া ইউনিয়নের কৃষিকে আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকতা অব্যাহত থাকবেন বলে জানান। এ সময় রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল ইসলাম দফাদার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,022,456 total views, 16 views today |
|
|
|