চাম্পাফুল প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কালিবাড়ি বাজার থেকে মোবাইল চুরি করে পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশাশুনির কাদাকাটি এলাকার মুকুল মোড়লের ছেলে আবু রায়হান ও একই এলাকার সেকেন্দার মোড়লের ছেলে নয়ন আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কালিবাড়ি বাজারের মাইওয়ান মিনিস্টার শো-রুমে মোবাইল ফোন কেনার জন্য ওই দুই জন প্রবেশ করে। মোবাইল দেখতে দেখতে কৌশলে দুটি মোবাইল লুকিয়ে ফেলে। অনেকক্ষণ মোবাইল দেখাদেখির পর তাদের মোবাইল পছন্দ হয়নি বলে চলে যায়। তাদের দেখানো মোবাইল গুলো উঠানোর সময় মোবাইলের সংখ্যা কম পড়ায় শো-রুমের পরিচালক মো. জাকির হোসেন তাদের খুঁজতে থাকে এবং দ্রæত বাজার কমিটিকে বিষয়টি জানালে ওই দু’জনকে বাজারের ভিতর থেকে আটক করা হয়। তারা প্রথমে অস্বীকার করে পরবর্তীতে সি সি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পাওয়া গেলে তারা মোবাইল দুটি ফিরিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি অভিযুক্ত ব্যক্তিদের ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
চাম্পাফুল বাজারে মোবাইল চুরি করে পালানোর সময় আটক-২
https://www.facebook.com/dailysuprovatsatkhira/