সেপ্টেম্বর ১৪, ২০২০
গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গুনাকরকাটি শাহ্ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে অডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি বলেন- কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি, আইতলা, মাদারবাড়িয়া, মহাজনপুর, দাদপুর, বাহাদুরপুরবাসির স্বপ্নের ও দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গুনাকরকাটি শাহ্ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবনের বরাদ্দ উপহার দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জননেত্রীর উন্নয়নের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসুন। ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল ও কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, মেম্বর আবু সাইদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 7,988,311 total views, 78 views today |
|
|
|