সেপ্টেম্বর ১৫, ২০২০
গাবুরায় রক্তের গ্রুপ না জানায় দুই গর্ভবতীর মৃত্যু!
গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে রক্তের গ্রæপ জানা না থাকায় রক্তের ঘাটতি নিয়ে মৃত্যু হয়েছে দুই নারীর। জানা যায়, উপজেলার দ্বীপ খ্যাত প্রাকৃতিক দুর্যোগে বার বার ক্ষতিগ্রস্ত রাস্তা বিহীন ইউনিয়ন গাবুরার দুইজন প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক অল্প বয়সী কিশোরী বাচ্চা প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন ইঞ্জিন চালিত বোর্ড এবং অ্যাম্বুলেন্স যোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গভীর রাতে উপজেলা কমপ্লেক্স বা বাহিরের কোনো প্যাথোলজি খোলা না থাকায় তারা রক্তের গ্রæপ পরীক্ষা করতে না পারায় রক্ত দিতে পারেনি এই কিশোরীর। সকাল হলেই কাক ডাকা ভোরে শ্যামনগর হাসপাতাল থেকে প্যাথোলজির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় রক্ত শূন্যতায় কিশোরী মা তার সদ্য জন্মানো কন্যা শিশুটিকে রেখে না ফেরার দেশে চলে যান। একই ঘটনা ঘটেছে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গাবুরার এক প্রসূতি নারী সন্তান প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার রক্তের গ্রæপ জানা না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সদ্য প্রসবী নারী মৃত্যুর কাছে হেরে যান। গাবুরা উপজেলার একটি দুর্গম ইউনিয়ন হওয়ায় অধিকাংশ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বলে জানান এলাকার সাধারণ মানুষেরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে গর্ভবতী নারীরা। এলাকার রাস্তাঘাটের দুর্বিষহ অবস্থার কারণে এছাড়া নদী পথ হওয়ার গর্ভবতী মায়েদের উপজেলাতে স্বাস্থ্য পরীক্ষা বা রক্ত পরীক্ষা করা অত্যন্ত কষ্টদায়ক বলে জানান এলাকার সুশীল সমাজের মানুষেরা। 8,957,638 total views, 13,388 views today |
|
|
|