Site icon suprovatsatkhira.com

গাজীরহাটে বাজার উন্নয়ন কাজের উদ্বোধন

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গাজীরহাট মৎস্য আড়তদার সমিতি’র অফিসের মেঝের ঢালাইয়ের মধ্য দিয়ে বাজারের এ উন্নয়ন কাজের উদ্বোধন হয়। গাজীরহাট মৎস্য আড়তদার সমিতি’র সভাপতি রওনোকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গাজীরহাট দুর্গা মন্দিরের কমিটির সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নূর আহমেদ গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক শ্রী রবিন ঘোষ, আব্দুল সেলিম, মশিবার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version