নিজস্ব প্রতিনিধি : দেবহাটার গাজীরহাট বাজারে ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখা উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উদ্বোধনি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার এসএভিপি নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম ওয়ারেশ, গাজিরহাট মৎস্য আড়তদার সমিতির সভাপতি রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার এস এম মাহবুবুল আলম রাসেল, এজেন্ট মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আমির হোসেন প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/