নিজস্ব প্রতিনিধি : ভোমরা ইউনিয়নের গাংনিয়া ব্রিজ সংলগ্ন গুচ্ছ-গ্রামের ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিতিতে তিনি এ কাজ পরিদর্শন করেন। এ সময় সরকার কর্তৃক গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন ওই নির্বাহী কর্মকর্তা।