Site icon suprovatsatkhira.com

খাজরা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় ৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ওই স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান। এ সময় প্রধান শিক্ষক মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলীর কার্য-সহকারী মুন্না, প্রকৌশলী শাহিন আলম, জমিদাতা সদস্য ইসমাইল হোসেন, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক নুরুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন পূর্বক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আশাশুনি উপজেলা এলজিইডি বিভাগের উদ্যোগে ইউনিয়নের ৫৮নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের সমস্যার কারণে সরকার চার কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবনের টেন্ডার আহŸান করেন। টেন্ডারে প্রকৌশলী সাদ্দাম হোসেনের রুট টিস কমিউনিকেশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ৭৭ লাখ টাকা ব্যয়ে কাজটি পায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version