খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা মূল্যে ৩০ কেজি করে চাউল বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাউল বিক্রি উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। এ সময় ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ট্যাগ অফিসার মেহেদী হাসান, ২নং প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্ছুর প্রতিনিধি নজরুল ইসলাম, ইউপি সদস্য তহমিনা খাতুন, ডিলার দিপক সানা, আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । ইউনিয়ন পরিষদের তথ্য সূত্রে জানা যায়, ইউনিয়নে ৯টি ওয়ার্ডে দুটি পয়েন্টে তালিকাভুক্ত অতি দরিদ্র ১ হাজার ৭শ’ ১৪ জন উপকার ভোগীর মাঝে এ ১০টা মূল্যের চাউল বিক্রি করা হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/