খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি খাজরায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি খাল ও বিলে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার যৌথ নেতৃত্বে খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল, কালকীর খাল ও বিলে খাজরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল গনির মাধ্যমে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়। খাজরা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ঘোষিত আগামী ৭ অক্টোবরের ভেতরে জেলার সকল খালের নেট পাটা অপসারণের কাজ চলছে। এ লক্ষকে সামনে রেখে খাজরা ইউনিয়নের সরকারি খাল ও বিলে অবৈধ নেট-পাটা অপসারণ করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমে সরকারি এই খাস খাল গুলোতে অবৈধভাবে নেট-পাটা দিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করা হয়। সরকারি খাল ও বিলে অসাধু ব্যক্তিরা যাতে পুনরায় অবৈধ নেট-পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।