সেপ্টেম্বর ১৮, ২০২০
খাজরায় মৎস্যজীবীদের মাঝে সরকারি চাউল বিতরণ
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জাটকা নিধন ও বিক্রয় থেকে বিরত থাকার লক্ষ্যে আর্থিক ভাবে সংকট চলাকালীন সময়ের জন্য নিবন্ধিত জেলেদের মাঝে ২য় ধাপে ৩০কেজি করে সরকারি চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। এ সময় মৎস্য প্রতিনিধি খাজরা লিফ’র রবীন্দ্রনাথ শীল, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্ছু, হোসেন আলী, আনারুল ইসলাম, রিপন হোসেন, খাজরা ইউনিয়ন ট্যাগ অফিসার খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শিবপদ মন্ডল, ইউনিয়ন সভাপতি সুবোধ মন্ডল, ফয়সাল গাজী গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নে ২য় ধাপে তালিকাভুক্ত ৫শ ৯ জন মৎস্যজীবীদের মাঝে সরকারি এ চাউল বিতরণ করা হয়। 8,957,441 total views, 13,191 views today |
|
|
|