কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট তার দপ্তরে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া ৩ প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোরশেদ আলী (ভিপি মোরশেদ), স্বতন্ত্র হিসেবে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ও স্বতন্ত্র প্রার্থী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিছার আলী। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘যে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই জমা দিয়েছেন’। তিনি আরো জানান, ‘এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ’ ৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৬১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬শ’ ৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি’।
কেরালকাতা ইউপির উপ-নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/