Site icon suprovatsatkhira.com

কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছি ও তলুইগাছা সীমান্তে সাড়ে ভারতীয় শাড়ি, তালা ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির টহলরত বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে। তবে এ সময় আটক করতে সক্ষম হয়নি বিজিবি। কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার নুর আলম জানান, ‘কেঁড়াগাছি সীমান্তে মাস্টার এর ঘাট নামক স্থান থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২২ হাজার টাকার মূল্যের ভারতীয় তালা উদ্ধার হয়’। অপরদিকে তলুইগাছা নায়েক সুবেদার আব্দুস সবুর জানান, ‘তার নেতৃত্বে শুক্রবার ভোর রাতে কেঁড়াগাছি ও চারা বাড়ি মক্তবের শূড়ি নামক স্থান থেকে ১৫ কেজি গাঁজা ও ৮০ পিস তালা উদ্ধার করা হয়’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version