সেপ্টেম্বর ১১, ২০২০
কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুরের জয়
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়ে চন্দনপুর জয় লাভ করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে চন্দনপুর ফুটবল দল বনাম কেঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু খেলায় বিরতি আগে কোন দল গোল করতে না পেরে, গোল শূন্য নিয়ে বিরতিতে যায়। খেলার বিরতির পর শুরুর ১৭ মিনিটে চন্দনপুরের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা ১টি গোল করে দলকে এগিয়ে নেন । রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারায় ১-০ গোলে কেঁড়াগাছি হারিয়ে চন্দনপুর জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া তাকে সহযোগিতা করেন শুভ ও আশিক। কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রুস্তম আলী, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, মেম্বার মহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার মুনসুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তহিদুজ্জামান, খায়রুল আলম কাজল, হোসেন আলী, আখতারুজ্জামান আক্তার, অহিদুজ্জামান খোকা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল হোসেন প্রমুখ। 8,016,913 total views, 1,966 views today |
|
|
|