Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে ৪টি মসজিদে সোলারের ব্যাটারি চুরি

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক মাসের ব্যবধানে ৪টি মসজিদে সোলারের ব্যাটারি চুরি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের সংকরপুর পূর্বপাড়া জামে মসজিদের সোলারের ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর কৃষ্ণনগর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পর সোলারের ব্যাটারি চুরি হয়, ৬ সেপ্টেম্বর মীর পাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে মাগরিবের নামাজের পর সোলারের ব্যাটারি চুরি হয়, ৪ সেপ্টেম্বর রামনগর জামে মসজিদ থেকে আছরের নামাজের পর সোলারের ব্যাটারি চুরি হয়। এ ঘটনার পর কৃষ্ণনগর ইউনিয়ন জুড়ে চোরের আতঙ্ক বিরাজ করছে। দ্রæত এই চোর চক্রকে ধরে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ইউনিয়নবাসী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী জানান, ‘মসজিদের সোলারের ব্যাটারি চুরির সাংবাদ শুনেছি। আমি পুলিশের সাথে কথা বলেছি দ্রæত চোর চক্রকে ধরার চেষ্টা চলছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version