Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘সবুজে বাঁচি, সবুজ বাচাই, নগর- প্রাণ- প্রকৃতি সাজাই’ এই ¯েøাগানকে সামনে রেখে গ্রীন ইনভারমেন্ট মুভমেন্ট এর উদ্যোগে রোববার বিকেলে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা আল আকসা জামে মসজিদের সামনে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। আমলকি, অর্জুন, কাঠবাদাম ও জারুল গাছের ২০০ চারা স্থানীয় লোকজনের মাঝে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুলিয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, কুলিয়া প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সহ সম্পাদক কুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুবলীগ নেতা মিজানুর রহমান, বালিয়াডাঙ্গা আল আকসা জামে মসজিদের ইমাম মাও. মনিরুল ইসলাম, সাংবাদিক আবির হোসেন লিয়ন, সাইদুজ্জামান রুবেল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version