Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় টিউমার আক্রান্ত শিশু কাজল বাঁচতে চায়

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : ছোট্ট শিশু কাজল। বয়স ১২বছর। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শশাডাঙ্গা গ্রামের ভ্যান চালক কামরুলের মেয়ে। জন্মের পর ফুটফুটে শিশু কাজল আর দশটি মেয়ের মতো খেলাধুলা ও হাসি-খুশিতে মেতে থাকতো। হঠাৎ তার থেমে যায় তার খেলাধুলা। দেখা দেয় গলায় একটি মাংস পিন্ড। ধীরে ধীরে গলার মাংস পিন্ডটি বেড়ে উঠতে থাকে। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মাংস পিন্ডটি টিউমার বলে ধরা পড়ে। ভ্যানচালক বাবা অনেক কষ্টে শিশু কাজলের চিকিৎসা চালাতে থাকে। কিন্তু টিউমারটি ধীরে ধীরে আরও বড় হতে থাকে। বাড়তে থাকে চিকিৎসার ব্যয় ভার।

এ ব্যয় নির্বাহ করা ভ্যানচালক বাবার কাছে অসম্ভব হয়ে পড়ে। এদিকে চিকিৎসকরা বলেছেন, উন্নত চিকিৎসা করলে শিশু কাজলকে বাঁচানো সম্ভব। তবে শিশুকে বাঁচাতে অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। ঢাকা থেকে ফিরে এসে বর্তমানে শিশুটি টাকার অভাবে বাড়িতে ধুকে ধুকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। কান্না-জড়িত কণ্ঠে শিশু কাজলের মা বলেন, আমি মা হিসেবে এই নিষ্পাপ শিশুর অসহনীয় কষ্ট কী করে সহ্য করি। মেয়েটিকে নিয়ে আমি সারারাত ঘুমাতে পারি না। অসহ্য যন্ত্রণায় ছটফট করে মেয়েটি। তার যন্ত্রণা ও কান্নার অবস্থা দেখে আমাদের খাওয়া-দাওয়া ও চোখের ঘুম নেই। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কাজলের চিকিৎসা করানো সম্ভব। তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা- নগদ নম্বর : ০১৭৪২৮৩৬৫৭৭।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version