খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : খলিষখালীর কাশিয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রæপ ও জরুরি ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খলিষখালী পিচ ক্লাবের আয়োজনে ও কাশিয়াডাঙ্গা বøাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রæপ ও জরুরি ঔষধ বিতরণ করা হয়। কাশিয়াডাঙ্গা বøাড ব্যাংকের পরিচালক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালিদ হাসান রনি, বøাড ব্যাংকের সদস্য সাকিব মোল্লা, ডা. কামরুল ইসলাম, সবুজ সরদার, মিঠু মোড়ল, আনিসুর, তারেক মোল্লা, মাসুদ, আহসান, রিপন মোল্লা সহ পাটকেলঘাটা বøাড ব্যাংকের সদস্যরা।
7,988,262 total views, 29 views today