নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহের ২য় দিন পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঁকশিয়ালী নদীতে নৌকার উপর ২য় দিনের কর্ম সপ্তাহ পালিত হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড বাংলাদেশের সহযোগিতায় যুবরা বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীবাসী হুমকিতে রয়েছে। গত কয়েক দশক ধরে মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা করছেন। এর মধ্যে বিশেষ করে যুবরা তাদের ভবিষ্যৎ পৃথিবী নিয়ে চিন্তিত। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যে বৈশ্বিক উষ্ণতা তৈরি হয়েছে তার জন্য ক্ষতিগ্রস্ত হয় উপক‚লবর্তী দেশ। এই সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রতি বছর পৃথিবীব্যাপী সেপ্টেম্বর ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উদযাপন করা হয় যেখানে পৃথিবীর সকল দেশের মানুষ নিজের দেশের প্রেক্ষিতে সমস্যা এবং সমাধান গুলো নিয়ে জোর দাবি করেন। এবছর করোনার কারণে পৃথিবীর সকল বাহ্যিক কার্য বন্ধ থাকলে ও জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে গুরুত্ব দিয়েই মানুষ জলবায়ুর ন্যায্যতার দাবিতে রাস্তায় নামেন বলে জানান যুবরা।