নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পরবর্তী প্রজন্মের জন্য জলবায়ুর ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে একশান এইড বাংলাদেশের সহযোগিতায় ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর বাস্তবায়নে এ স্ট্রাইক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ‘‘ফেসিলেটিং ইউথ লেড ক্লাইমেট একশান ইন সাতক্ষীরা’’ প্রকল্পের আওতায় এবং আগামী প্রজন্মের জন্য পৃথিবী ব্যাপী পালিত ক্যাম্পেইনে সাতক্ষীরার যুবরা অংশগ্রহণ করেন। এ সময় যুবরা বলেন, করোনা মহামারিতে যখন সারা পৃথিবী নানান সমস্যার মধ্যে তখনও এই জেলার মানুষ সাইক্লোন, আম্পানের মত ভয়াবহ দুর্যোগ এর মুখোমুখি হয়েছে। পানির ব্যাপক সংকট, সুন্দরবন রক্ষা, সম্প্রতি ভেড়ি-বাঁধ ভাঙন, জলাবদ্ধতা আর লবণাক্ততাসহ নানান সমস্যার কথাও তারা তুলে ধরেন। প্রসঙ্গত: মূলত এটি একটি চলমান স্ট্রাইক এবং প্রতি শুক্রবার পালিত হবে।