নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে দুর্যোগ ঝুঁকি-হ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শামসুন্নাহার, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাজেদুল হক সাজু প্রমুখ।