নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে জলবায়ুর ন্যায্যতার দাবিতে রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে যুবরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ হাসপাতাল রোড এলাকায় একশান এইড বাংলাদেশের সহযোগিতায় ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়। “ফেসিলেটিং উইথ লেড ক্লাইমেট একশান ইন সাতক্ষীরা” প্রকল্পের আওতায় এবং আগামী প্রজন্মের জন্য কর্মসূচিতে যুবরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ জেলা গুলোর মধ্যে অন্যতম সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের কারণে এই জেলায় প্রতিবছর সাইক্লোন, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, নদী ভাঙন বিশেষ করে লবণাক্ততাসহ বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। এই সকল দুর্যোগের কারণে এই অঞ্চলের মানুষ ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছে। করোনায় যখন সারা পৃথিবীতে হাহাকার তখন সাতক্ষীরা উপক‚লে আঘাত আনছে একের পর এক দুর্যোগ। এমতাবস্থায় জলবায়ুর ন্যায্যতার বিকল্প নেই বলে জানান যুবরা।