নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের পল্লীতে বসবাসকারী আজিবার রহমান (৬৫) নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে। ভুক্তভোগী আজিবার রহমান ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মাসুম বিল্ল্যাহ সুজন জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ৫/৬ জনের ডাকাত চক্রের একটি দল মুখোশ পরে আজিবার রহমানের বসত ঘরের পশ্চিম পাশে অবস্থিত কামরাঙা গাছ বেঁয়ে সিঁড়ির ঘর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর গৃহকর্তা, তার স্ত্রী ও ছেলে ফারুক হোসেন বাবলাকে (২৮) অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ ও ৩ টি মোবাইল ফোন ডাকাতি করে। ওই সময়ে গৃহকর্তার ছেলে ফারুক হোসেন বাবলা চিৎকার করার চেষ্টা করলে ডাকাত সদস্যরা তার মাথায় আঘাত করে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে নিয়ে গেলে তিনি চিকিৎসা সেবা প্রদান করেন। আহত ফারুক হোসেনের মাথায় ৮ টি সেলাই দিতে হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে তারা চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। বাড়ির লোকজন দেখে ফেলার কারণে গৃহকর্তার ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কালিগঞ্জের পল্লীতে ডাকাতির অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/