Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের চাম্পাফুলে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের চাম্পাফুলে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের সভাপতিত্বে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টিভি নাট্য পরিচালক জিএম সৈকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, শিক্ষক তনপ কুমার গাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত সরকার, উপেন্দ্রনাথ সরকার, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চাম্পাফুল ইউনিয়নের আহŸায়ক ঠাকুর দাশ সরকার, সদস্য সচিব বিকাশ সরকার, সদস্য প্রদীপ কুমার রায়, প্রদর্শক মোহাম্মদ আমিনুর রহমান, ইউপি সদস্য আবু বক্কার গাইন, আবু বক্কর সরদার, মোহাম্মদ গোলাম কাইয়ূম, আব্দুস সাত্তার খান, আব্দুল গণি, আব্দুল্ল্যাহ সরদার, কবি শহিদুল ইসলাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version