সেপ্টেম্বর ২, ২০২০
কালিগঞ্জের একটি সরকারি ও ১৯ টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। 8,956,864 total views, 12,614 views today |
|
|
|