Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্ধিত সভা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে বর্ধিত সভা-২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল। সভাটি যৌথভাবে পরিচালনা করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরু ও শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

সভায় প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, আব্দুল আলীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক জাহঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক রবিউল আলম, প্রধান শিক্ষক বদরুর রহমান, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বারিক, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম, শওকত হোসেন, শাহানাজ পারভিন, আসাদুজ্জামান আসাদ, সামছুর রহমান লাল্টু, আব্দুর রউফ, আসাদুজ্জামান আসাদ, উজ্জ্বল কুমার, হুমায়ুন কবির, দিলীপ কুমার, মুজিবর রহমান, শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম, দিলীপ পাল, অফিস সহকারী আব্দুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০০০ সালে কলারোয়া উপজেলা বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি: (যার সংশোধিত নিবন্ধন নং-৬২/সাত) প্রতিষ্ঠিত হয়ে উপজেলার এমপিও ভুক্ত ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ’ ১০ জন শিক্ষক-কর্মচারীর জমাকৃত টাকার সমবায়ের নিয়মানুযায়ী আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন শেষে লভ্যাংশসহ বর্তমান মূলধন ৩ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৪ শত ০৮ টাকায় (৩০ জুন-২০) পর্যন্ত স্থিতিপত্র দাখিল করা হয়েছে বলে জানা যায়। এছাড়া, সমিতির শিক্ষক-কর্মচারীগণ(সদস্যরা) অবসর গ্রহণের এক সপ্তাহের মধ্যে তাদের মাঝে সঞ্চিতসহ লভ্যাংশের টাকা প্রদান করা হয় বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version