Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ফেন্সিডিল আত্মসাতের দায়ে তিন পুলিশ ক্লোজড

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৮শ’ বোতল ফেন্সিডিলের মধ্যে ৭শ’ ৫১ বোতল আত্মসাতের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। এছাড়া একই অভিযোগে পুলিশের সোর্স হিসেবে পরিচিত আব্দুস সামাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান ও লিটন। তাদেরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোরে থানার এসআই আবু বক্কর, এএসআই জিল্লুর ও লিটন উপজেলার চিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা এসআই আবু বক্কর থানায় হাজির হয়ে মাত্র ৪৯ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ দেখান। বাকি ৭শ’ ৫১ বোতল ফেন্সিডিল নিজেরাই আত্মসাৎ করেন। পরে ঘটনাটি বিভিন্ন মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে শুক্রবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ও এসআই ইসরাফিল ঘটনাস্থলে যান।

ঘটনা তদন্ত করে ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধারের সত্যতা পান। পরে শনিবার বিকেলেই অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইনসে নেওয়া হয়। শনিবার কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version