সেপ্টেম্বর ২, ২০২০
কলারোয়ায় নতুন করে ৩ জন করোনা পজিটিভ
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) হাসপাতালের তথ্য মতে নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরিফ মাহমুদ (৩০), একই গ্রামের মৃত মহিউদ্দীনের পুত্র আলমগীর (৫২) ও জালালাবাদ ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম হোসেন (৬৯)। নতুনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১০ জনে দাঁড়াল। তবে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহ বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এছাড়া আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এদিন পর্যন্ত ৭৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও ইতোমধ্যে ল্যাব থেকে ৭০৪ জনের রিপোর্ট এসেছে। এদিকে, বুধবার নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। 8,008,271 total views, 3,171 views today |
|
|
|