নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭দিন ব্যাপী গরু মোটা-তাজা করণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্রেনার খলিলুর রহমান। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার যুব সমাজকে এগিয়ে নিতে বিভিন্ন প্রশিক্ষণ চালু করেছে তারই অংশ হিসাবে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যুবদের এগিয়ে নেওয়ার বিকল্প নেই।