সেপ্টেম্বর ১১, ২০২০
করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনা বাহিনী
নিজস্ব প্রতিনিধি : করোনা মোকাবেলায় কঠিন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে ষোলো কোটি মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি যশোর অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন যশোর সেনা নিবাসের সেনা সদস্যরা। কখনও কখনও টহলের গাড়িতে থাকা ত্রাণ সামগ্রী দারিদ্র্যে জর্জরিত মানুষদের দেখে গাড়ি থামিয়ে সড়কেই তুলে দেয়া হচ্ছে। এ সময় বিনা প্রয়োজনে কাউকে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন সেনা সদস্যরা। পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতোমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গণ-পরিবহণ মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদারসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা-সদস্যরা। অন্যদিকে খুলনার কয়রার উপক‚লীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত¡াবধানে দ্রæত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মাণের কাজ। এর ফলে উপক‚লবর্তী মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। এছাড়াও বৃহত্তর যশোর অঞ্চলের বন্যা কবলিত পানি বন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 8,026,813 total views, 606 views today |
|
|
|