ডেস্ক রিপোর্ট : করোনা যুদ্ধে জয়ী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান ও প্রেসক্লাবের অন্যতম সদস্য অসীম বরণ চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি,এম নূর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কার্য নির্বাহী সদস্য কামরুল হাসান, সাংবাদিক শহিদুল ইসলাম, ফারুক রহমান, স.ম মশিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, আরেক করোনা জয়ী শাহ আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ে করোনা জয়ী সাংবাদিকরা আক্রান্ত হওয়ার পর তাদের শারীরিক ও মানসিক অবস্থান, চিকিৎসা সেবা পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং দুর্বিষহ সময়গুলোর স্মৃতিচারণ করেন।