সেপ্টেম্বর ২৪, ২০২০
এ্যাডভোকেট আব্দুর রহিমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট : ভূমিহীন আন্দোলনসহ নাগরিক অধিকার ভিত্তিক বিভিন্ন আন্দোলনের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক অ্যাড. আব্দুর রহিমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে এ উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী রিয়াজ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, জেএসডির জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রোফেসর আব্দুল হামিদ প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু। 8,026,737 total views, 530 views today |
|
|
|