সেপ্টেম্বর ২৬, ২০২০
উপকূল জুড়ে নদীতে নেট জাল: ঝুঁকির মুখে মৎস্য বৈচিত্র্য
গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপক‚ল জুড়ে নদীতে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে নেট জাল দিয়ে। দেখা গেছে উপজেলার খোলপেটুয়া নদীতে নেট জাল ব্যবহার করে মাছ স্বীকারে ব্যস্ত মৎস্য শিকারিরা। একেবারেই কর্তৃপক্ষের সামনে এমন ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। কর্তৃপক্ষের উদাসীনতায় অসাধু মৎস্য ব্যবসায়ীরা নদীতে অবাধে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় বিভিন্ন মৎস্য বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, দেখা দিচ্ছে দেশীয় মাছের সংকট। এমনই অভিযোগ করছেন শ্যামনগর উপজেলার উপক‚লীয় এলাকার সচেতন মহল। এলাকাবাসী জানান, ‘খোলপেটুয়া নদীর বুক জুড়ে নেট জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে। এই জালে ক্ষুদ্রাকৃতির মাছও ধরা পড়ে। ফলে পোনা মাছগুলো বড় হতে পারে না। সারাদিন জাল পাতা থাকে। ভোররাতে জাল থেকে মাছ তুলে বাজারে বিক্রি করা হয়। এছাড়া মাছের রেণু ধরতে সারাদিন রাত নেট জাল ব্যবহার করা হয় নদীর তীরে। নেট জালে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ধরা পড়লেও শুধুমাত্র বাগদার বা গলদার রেণু বাছাই করে বাকি প্রজাতি গুলো মাটিতে ফেলে দিয়ে ধ্বংস করা হচ্ছে। এতে একাধিক প্রজাতির মাছের রেণু ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত’। তারা আরও জানান, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের মাছের বৈচিত্র্য হারাচ্ছে উপক‚লবাসী। তাছাড়া এভাবে নেট দিয়ে মাছ বৈচিত্র্য ধ্বংস হতে থাকলে বৈচিত্র্য শূন্য হতে পারে উপক‚লের নদী গুলো’। 8,013,145 total views, 8,045 views today |
|
|
|