সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার উপক‚লীয় দুর্যোগ প্রবণ দ্বীপ গাবুরার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে। ‘সুস্থ সবল দেহ চান, দেশি ফল বেশি খান’ এই ¯েøাগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ শ্যামনগর উপজেলার অন্তর্গত উপক‚লীয় দুর্যোগ প্রবণ দ্বীপ গাবুরায় ‘মিনহা-ফাউন্ডেশনের’ এর সহযোগিতায় ‘আল-কুরআন প্রচার পরিষদ’ এর বাস্তবায়নে এই বৃক্ষ রোপণ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) মসজিদ ও মাদ্রাসা আঙিনায় বৃক্ষ রোপণ করা হয়েছে। চাঁদনীমুখা এম.এম.মাধ্যমিক বিদ্যালয়, চাঁদনীমুখা মধ্যমপাড়া বায়তুস ছালাম জামে মসজিদ সহ ১০নং ও ৯নং সোরা সরদারবাড়ি জামে মসজিদে ফলজ, ঔষধী ও ফুল গাছের চারা এবং গাবুরার বিভিন্ন গ্রামের ১শ’ তাল বীজ ও বিভিন্ন ধরনের ফুল গাছের চারা রোপণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/