Site icon suprovatsatkhira.com

ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় সাতক্ষীরা শহরের নবারুণ স্কুল মোড়ে ইসলামী যুব আন্দোলনের জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ সম্পাদক মো. আল আমিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাও. সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক রাহবার। শায়েখ (রহ.) এর জীবনী ও কর্ম আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতিতে বিভিন্ন নতুন পথ দেখায়। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এটা ছিল শায়েখ (রহ.) এর অন্যতম একটি রাজনৈতিক ¯েøাগান।

খানকায় পীর এবং ময়দানে বীর এটি ছিল শায়েখের অন্যতম একটি বিশেষত্ব। আলোচনা সভায় মহা গ্রন্থ আল কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. কাজী মো. ওয়েজ কুরণী। বিশেষ অতিথি ছিলেন, জেলার দ্বীনি সংগঠনের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো. কবিরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো. দেলাওয়ার হোসেন, অর্থ সম্পাদক, মো. আল আমিন, মো. মোস্তাকিম, ক্বারী মো. বেলাল হোসাইন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version