নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পতœী সদ্য প্রয়াত মিসেস ইলা হকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আছরের নামাজ শেষে ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চৌমুহনী জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।