ডেস্ক রিপোর্ট : শ্যামনগরে ভুয়া কাগজ সৃষ্টি করে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় ইটভাটা জবর দখল ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট-পাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র হাবিবুর হরমান ও মৃত শেখ আব্দুল হান্নানের পুত্র ইখতেকার হোসেন। লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা যৌথভাবে শ্যামনগরের নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের পূর্ব পাশে “মেসার্স লিয়া ব্রিকস” নামক ইটভাটাটি বিগত ১৯.১০.২০১৫ তারিখে উত্তর আটুলিয়া গ্রামের জিন্নাত আলীর পুত্র শফিকুল ইসলামের কাছ থেকে ক্রয় করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। কিন্তু সম্প্রতি অর্থনৈতিক সংকটের কারণে গত ২০১৮-২০১৯ সালে ইট প্রস্তুত করতে পারিনি। ফলে ভাটার কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু সেখানে ভাটার সকল সরঞ্জাম, স্থাপনাসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
আমাদের অর্থনৈতিক সংকটের সুযোগে দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আতিয়ার রহমান ঢালীর অর্থলোভী পুত্র আব্দুর রাজ্জাকের কু-নজর পড়ে আমাদের ভাটাটির উপর। কৌশলে সে ইটভাটাটি দখলের ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক শফিকুল ইসলামের সহযোগিতায় একটি ১০০ টাকার স্ট্যাম্প ও দুটি ইটের মেমো সৃষ্টি করে ভাটাটি সে ক্রয় করেছে মর্মে দাবি করতে থাকে। এক পর্যায়ে গত ৮ আগস্ট‘২০ তারিখে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ভাড়াটিয়া বাহিনী মৃত আলিমুদ্দীন গাজীর পুত্র সিরাজুল ইসলাম, নজরুল মোল্যার পুত্র বাবু, রইছউদ্দীন গাজীর পুত্র আব্দুল হালিম, হাবিবুর রহমানসহ ৮/১০ জন নিয়ে আমাদের ভাটায় প্রবেশ করে অফিস ঘরের তালা ভেঙে দখলের চেষ্টা চালায়।
বিস্তারিত পত্রিকায়……………………..