Site icon suprovatsatkhira.com

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্য পরিদর্শক ও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমানসহ ৬টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ। সভায় অনলাইন রিপোর্ট সঠিকভাবে বাস্তবায়ন করতে প্রথম ধাপে ২৭ জনের মাঝে ট্যাব বিতরণ করা হয়। এছাড়াও আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নির্দেশনা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version