নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বন্যা কবলিত এলাকায় সরকার ঘোষিত কোভিড-১৯ এর প্রণোদনামূলক ঋণ প্রদান ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেছে সোনালী ব্যাংক লি. কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আশাশুনি শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা জোনাল অফিসার্স’র জেনারেল ম্যানেজার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আশাশুনি উপজেলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে আমরা বেতনভুক্ত দোকানি। প্রয়োজনে অফিসের পরেও গ্রাহকদের সাথে মতবিনিময় করতে হবে। এ জন্যে প্রতি ৩ মাস অন্তর গ্রাহক সমাবেশ ও পাক্ষিক ব্যাংক কর্মচারীদের সাথে মতবিনিময় করতে হবে। ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করবে না। জানতে পারলে তাকে কোনভাবেই সাতক্ষীরা জেলাতে রাখা হবে না’। সোনলী ব্যাংক লি. এর আশাশুনি শাখার ম্যানেজার তাপস দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জোনাল অফিসার্স’র ডেপুটি জেনারেল ম্যানেজার ইকবাল কবির, সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম চৌধুরী। এ দিন আশাশুনির বিভিন্ন ইউনিয়নের চাষি, মহিলা উদ্যোক্তা ও দোকানিদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
আশাশুনি সোনালী ব্যাংকের কোভিড-১৯ এর প্রণোদনামূলক ঋণ প্রদান শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/