Site icon suprovatsatkhira.com

আশাশুনির শ্রীউলায় জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্ব অবরোধ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ ২০২০ উপলক্ষে আশাশুনিতে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্ব অবরোধ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে শ্রীউলার হাজরাখালী নদীভাঙন এলাকায় লিডার্স ও আশাশুনি যুব ফোরামের সংহতি প্রকাশে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিশ্ব জলবায়ু কর্মসূচি উদযাপন কমিটি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় এলাকার নারী-শিশু, ছাত্র-ছাত্রী, যুব সমাজ ও সর্বস্তরের শতাধিক জনগণ। লিডার্সের প্রতিনিধি মাধাই চন্দ্র সরকার কর্মসূচির লক্ষ বর্ণনা করে তার বক্তব্যে বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপক‚লীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যার ফলে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আশাশুনিতে নদীর বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা হারিয়ে এলাকা ত্যাগ করে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এ অবস্থা থেকে আশাশুনির বানভাসি মানুষের জীবনমান উন্নয়নে টেঁকসই বেড়ি-বাঁধ নির্মাণ ও ক্ষতিপূরণসহ বাংলাদেশ সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানানো হয়। এ সময় ইউনিয়ন জলবায়ু ফোরামের সভাপতি বনমালী দাশ, মিনতি সরকারসহ যুব-ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version