নিজস্ব প্রতিনিধি : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানের তাÐবে প্লাবিত আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের যাতায়াতের সুবিধার জন্য নৌকা বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ নৌকা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ। এদিন প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেন, কল্যাণপুর গ্রামের সুরত আলী মিস্ত্রি ও শ্রীউলা ইউনিয়নের আব্দুল্লাহ মোল্ল্যাকে নৌকা বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবার কার্যক্রম পরিদর্শন করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/