সেপ্টেম্বর ৯, ২০২০
আশাশুনিতে ৯ মাস পর অপহৃত কিশোরী উদ্ধার: আটক-১
নিজস্ব প্রতিনিধি : অপহরণের ৯ মাস পর আশাশুনির খালিয়া গ্রামের অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী বায়জিত হোসেনকে ঢাকার গাজীপুর থেকে আটক করেছে থানা পুলিশ। এসআই হাসানুজ্জামান ও এএসআই রিয়াজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শালনা এলাকা থেকে তাদের আটক করে ওই রাতেই আশাশুনি থানায় হাজির করেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ভিকটিম ও আসামিকে ২২ ধারায় জবানবন্দি দিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়। অপহৃত কিশোরী আনুলিয়া ইউনিয়নের মনিপুর ভিপি দাখিল মাদ্রাসার ৯ শ্রেণির ছাত্রী ও অপহরণকারী বায়জিত খালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এসআই হাসানুজ্জামান জানান, গত বছর ৬ ডিসেম্বর মেয়েটি আশাশুনি সদরের সোদকনা গ্রামে তার নানাবাড়ি যাওয়ার পথে মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে তাকে বায়জিত ও তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বায়জিতসহ ৯ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অপহরণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে ৯/২০২০ নং একটি মামলা দায়ের করেন। বায়জিত মেয়েটিকে নিয়ে দীর্ঘ ৯ মাস ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে পালিয়ে থাকার পর আমরা তার মোবাইল ট্রাকিং করে মঙ্গলবার দুপুরে গাজীপুর শালনা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে তাকে আটক করেছি। বুধবার সকালে ভিকটিম ও আসামিকে ২২ ধারায় জবানবন্দি দিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে। 7,969,165 total views, 2,799 views today |
|
|
|