Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সরকারি অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে থ্যালাসেমিয়া রোগী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি ৫ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় ৪ জন থ্যালাসেমিয়া রোগীকে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা, ৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার করে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও আম্পানে ক্ষতিগ্রস্ত ৪৪ টি পরিবারকে ৪ হাজার করে ১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা দেবু বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version