নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে থ্যালাসেমিয়া রোগী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি ৫ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় ৪ জন থ্যালাসেমিয়া রোগীকে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা, ৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার করে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও আম্পানে ক্ষতিগ্রস্ত ৪৪ টি পরিবারকে ৪ হাজার করে ১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা দেবু বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে সরকারি অনুদানের চেক বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/