Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মোটর সাইকেল ফেলে পালিয়েছে ৪ সাংবাদিক!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় জনরোষে পড়ে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে পরিচয়ধারী ৪ সাংবাদিক। ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল হেফাজতে নিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ফেলে যাওয়া মোটরসাইকেল দুটির নাম্বার যথাক্রমে সাতক্ষীরা-হ ১৬-১৫১৫ ও সাতক্ষীরা-হ ১৩-৮৬০৩।
নিকাহ রেজিস্ট্রার আব্দুল আলিম জানান- ঘটনার দিন বিকালে সাতক্ষীরা থেকে আব্দুল মান্নান (০১৭১৪৫৩৮৯২২২), হাফিজুর রহমান (০১৭৭৭০১৬৪৬৫), মোশাররফ হোসেন (০১৯২৬৯৫৫৯৫১) ও রবিউল ইসলাম (০১৯২৭৬০৩০৩৪) বেউলা গ্রামে আমার (নিকাহ রেজিস্ট্রার) বাড়িতে এসে উপস্থিত হয়। তারা নিজেদেরকে টিভি চ্যানেল থেকে এসেছে পরিচয় দিয়ে বাল্য বিবাহসহ বিভিন্ন তথ্য চাওয়ার ছলে টাকা দাবির চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এক পর্যায়ে তারা তাদের (সাতক্ষীরা-হ ১৬-১৫১৫ ও সাতক্ষীরা-হ ১৩-৮৬০৩) মটর সাইকেল নিয়ে কেটে পড়ার চেষ্টা করে। এসময় তাদের গাড়ির চাবি কেড়ে নেয় স্থানীয় লোকজন। এরপর সাংবাদিক নামধারীরা মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এব্যাপারে থানাকে অবহিত করলে পুলিশ মটর সাইকেল দু’টি থানা হেফাজতে নিয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version