নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বানভাসি পানি-বন্দী মানুষের জন্য উন্নত চুলা বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চুলা বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি স ম সেলিম রেজা মিলন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিনুর রহমান, ইন্দ্রানী মÐল, সন্তোষ কুমার মÐল, তারিকুল আওয়াল প্রমুখ। আম্পানে শ্রীউলার কোলা, শ্রীউলার হাজরাখালী গ্রামের খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের পানি শ্রীঊলার ২২ টি গ্রাম প্লাবিত করে সবশেষে গত ২০ আগস্ট আশাশুনির ১৩টি গ্রামকে পানি-বন্দী করে ফেলে। মানুষের রান্না করার সরঞ্জাম না থাকায় এদিন প্রায় শতাধিক উন্নত চুলা বিতরণ করা হয়েছে।