নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী কিশোরীদের একীভূত স্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ডিআরআরএ ঢাকা’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের সাথে কিশোরী রাইট প্রকল্পের (নলেজ অন ইনক্লুসিভ সেক্সওয়ালিটি হেলথ্) সমঝোতা চুক্তি হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার ও নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস) নির্বাহী পরিচালক নজিফা খাতুন উভয় পক্ষে শর্ত সাপেক্ষে সমঝোতা চুক্তি নামায় আবদ্ধ হয়। প্রতিবন্ধী কিশোরীদের একীভূত স্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ক পরামর্শ ও আলোচনা করা হয়। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস, ডা. শহীদুল্লাহসহ এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।