সেপ্টেম্বর ২৩, ২০২০
আশাশুনিতে এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আগামী ৪-১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। উপজেলার কোন শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে তার জন্য ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে অবহিত করতে হবে’। তিনি প্রতিটি শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেক অভিভাবকদের এগিয়ে এসে এ ক্যাম্পেইনকে সফল করার আহŸান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, এমটি ইপিআই দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহ. স্বাস্থ্য পরিদর্শক রমেশচন্দ্র মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) এস এম মোক্তারুজ্জামান স্বপন। 8,027,219 total views, 1,012 views today |
|
|
|